বাউফলে লঞ্চের ধাক্কায় শিশুসহ ২৫ জন আহত

বাউফলে লঞ্চের ধাক্কায় শিশুসহ ২৫ জন আহত

মোঃ দেলোয়ার হোসেন, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গত রবিবার বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চ ঘাটে কালাইয়া টু ঢাকাগামী এমভি ধুলিয়া-১ দোতালা লঞ্চের ধাক্কায় পন্টুনে অপেক্ষমান শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ২০-২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। লঞ্চটি বাউফলের কালাইয়া ঘাট থেকে ওইদিন বিকাল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে বিকাল সাড়ে ৬টার দিকে ধুলিয়া লঞ্চ ঘাটে ভিড়তে গিয়ে সজোড়ে পন্টুনে ধাক্কা লাগে।
ভোক্তভোগী সজিব জানান,পন্টুনে অপেক্ষমান প্রায় ১৫০-২০০ যাত্রী ছিল। এমভি ধুলিয়া-১ লঞ্চটি পন্টুনে ঘাট দেওয়ার আগে পিছন থেকে বন্ধন-৫ লঞ্চটি এমভি ধুলিয়া-১ লঞ্চটিকে ধাক্কা দিলে মুহুর্তেও মধ্যে এমভি ধুলিয়া-১ লঞ্চটি পন্টুনের উপরে উঠে যায়। তাতে অনেক যাত্রী আহত হয়। আহতদেরকে ওখান থেকেই বরিশাল,কালিশুরী ¯েøাব হাসপাতাল ও বাউফল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় শিশু মারজিয়া (২), মেহেদি হাসান (৩২), আশ্রাফ গাজীসহ (৫০),ডলি(১৬),ফার্জানা(১৬),রজিনা(৩০),রীমা(২২),জিনিয়া(২),সজিব (২৫) সহ প্রায় ২০-২৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে মারজিয়ার অবস্থান আশংকাজনক অবস্থায় বাউফল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
কালিশুরী ¯েøাব হাসপাতালের চিকিৎসক আকাশ জানান, ¯েøাব হাসপাতালে ৫ জন আহত অবস্থায় এসেছিল তাদের মধ্যে ১জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বাকী ৪জন উন্নত চিকিৎসার জন্য বরিশাল চলে গেছে।
বাউফল হাসপাতাল সূত্রে জানা গেছে, ৯জন আহত যাত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতেছেন।
বাউফল থানা ওসি আল মামুন বলেন,এব্যাপারে কোন অভিযোগ পাইনি। অবিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।